২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৭:২৮:০৯ অপরাহ্ন


‘কাস্টিং কাউচ’-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত!
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৫
‘কাস্টিং কাউচ’-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত! ছবি: সংগৃহীত


যে কোনও ইন্ডাস্ট্রিতেই ‘কাস্টিং কাউচ’ শব্দ অতি পরিচিত। তা দক্ষিণে হোক বা বাংলা বিনোদন দুনিয়া। সিনেবোদ্ধাদের দাবি, বলিউড নাকি এই শব্দবন্ধের আঁতুড়ঘর! হেন নায়িকা নেই যিনি প্রযোজক, পরিচালক বা ইউনিটের সদস্যদের এই ধরনের আচরণের সম্মুখীন হননি। সম্প্রতি, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। তাঁর সাফ জবাব, “‘কাস্টিং কাউচ’-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে জলভাত!”

কীর্তি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাঁকে কুপ্রস্তাব দেন। ইঙ্গিতে বোঝান, ছবির বিনিময়ে প্রযোজকের প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “একেই কি ‘কাস্টিং কাউচ’ বলে? আমি কি ‘কাস্টিং কাউচ’-এর শিকার?” মজার বিষয়, প্রযোজক বিষয়টি স্বীকারও করে নিয়েছেন সে সময়।

ঘটনার পরে কীর্তির মানসিক অবস্থা কী হয়েছিল? অভিনেত্রী জানিয়েছেন, তিনি নাকি ভিতরে ভিতরে হেসে ফেলেছিলেন। কোনও মতে হাসি চেপে জানিয়েছিলেন, তিনি একটুও অবাক হননি, ভয়ও পাননি। কারণ, তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই এই শব্দবন্ধের সঙ্গে ভীষণ ভাবে পরিচিত।