০৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৯:৩৪:১৯ অপরাহ্ন


মনের দরজা নাকি বন্ধ সামান্থার!
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২৫
মনের দরজা নাকি বন্ধ সামান্থার! ছবি: সংগৃহীত


নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে ভাঙার পর একের পর এক ঝড় বয়ে গিয়েছে সামান্থা রুথ প্রভুর জীবনে। অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সেখানে আর কারও জায়গা নেই। কিন্তু প্রেম কি কখনও বলে কয়ে আসে! যে সামান্থা মনের দরজায় খিল দিয়েছিলেন, তাঁর মনের নাগাল পেলেন বলিউডের খ্যাতনামী পরিচালক। সম্প্রতি তাঁর হাতে হাত রাখতে দেখা যায় সামান্থাকে।

সম্প্রতি অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন নাগা চৈতন্য। বিয়ের পর শোভিতার সঙ্গে সুখী গৃহকোণের ছবি পোস্ট করেন সামান্থার প্রাক্তন স্বামী। নাগা এবং শোভিতার বিয়ে প্রসঙ্গে ফের চর্চা শুরু হয়েছে সামান্থাকে নিয়ে। নাগার সঙ্গে তাঁর প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বার বার উঠে এসেছে শিরোনামে। আলোচনা শুরু হয়েছে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও। শোনা যাচ্ছে নাগা দ্বিতীয় বার বিয়ে করার পর নিজের সম্পর্কে নাকি সিলমোহর দিলেন সামান্থা!

অধিকাংশের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি। গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সামান্থাকে।

শুধু তা-ই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজ়নেও অভিনয় করেন সামান্থা। এ বার পিকাবল চ্যাম্পিয়ানশিপের অনুষ্ঠানে। রাজের সঙ্গে আসেন সামান্থা। তাঁর নিজের দল ‘চেন্নাই সুপার চ্যাম্পস’র হয়ে গলা ফাটিয়েছেন। গোটা দলের সঙ্গে ছবি তোলার সময় রাজের হাতে ধরেই দাঁড়ান সামান্থা। তার পর গুঞ্জনের শুরু। যদিও সামান্থার জীবনে নতুন মানুষকে দেখে খুশি তাঁর অনুরাগীরা।