রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের একাদশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি উস সানি স্বপন।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শহীদ শুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত "ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪" এর সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ হিসেবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আবু জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে ফলিত গণিত বিভাগের আবিদ হাসান।
পরবর্তী এ কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি শেখ সৈকত বলেন, “২০১৫ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রচার, প্রসার ও গবেষণায় অনুপ্রেরণা জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে।"