ভক্ত তরুণী একটি নিজস্বীর আবদার করেছিলেন। প্রিয় গায়ককে সামনে থেকে দেখে আবেগের আতিশয্যে তাঁর গালে চুম্বনও করে ফেলেছিলেন। বিনিময়ে গায়ক তাঁর ঘাড় ধরে ঠোঁটে গুঁজে দিলেন ঠোঁট। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে উদিত নারায়ণের মঞ্চানুষ্ঠানের ভিডিয়ো। আর তার পরই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন গায়ক। যদিও আত্মপক্ষ সমর্থন করে তিনি জানিয়েছেন, এমনই করে থাকেন তিনি। আসলে ভক্তেরাই এমন উন্মত্ততা দাবি করেন। তাঁর স্ত্রী সে সময় মঞ্চের নীচেই ছিলেন, মঞ্চে ছিলেন তাঁর ছেলেও।
এ বার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে চলেছে উদিতের একের পর এক ভিডিয়ো, যেখানে তাঁকে অবিরাম চুম্বন করতে দেখা গিয়েছে। কোথাও শ্রেয়া ঘোষাল, তো কোথাও অলকা যাজ্ঞিক— গায়িকাদের গালেও তিনি একের পর এক চুম্বন এঁকে দিয়েছেন। প্রায় কোনও বারই সম্মতি নেননি পাশের মানুষটির।
গত শনিবার থেকেই সমাজমাধ্যমে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। রবিবার থেকে শুরু হয়েছে অন্য ভিডিয়ো খুঁজে বার করার পালা। নেটাগরিকেরা দায়িত্ব নিয়েই একের পর এক ভিডিয়ো খুঁড়ে বার করছেন উদিতের মঞ্চানুষ্ঠানের। তার মধ্যে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক রিয়্যালিটি অনুষ্ঠানের মঞ্চে অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইছেন তিনি। হঠাৎই অলকার কানের কাছে এসে গান গাইতে গাইতে তাঁর গালে ঠোঁট ছুঁইয়ে দিলেন। চমকে উঠলেন অলকা, সরে গেলেন অপ্রস্তুত ভাবেই। আরও একটি ভিডিয়োয় দেখা গিয়েছে অন্য একটি অনুষ্ঠানের ঝলক, সেখানেও অলকাকে চুম্বন করেন উদিত। সে ভিডিয়োয় স্পষ্ট গায়িকার বিরক্তি।
বছর কয়েক আগে সেরা গায়িকার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু মঞ্চে উঠতেই শ্রেয়াকে জড়িয়ে ধরে তাঁর গালে চুম্বন করেন উদিত। দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া, তাঁর অভিব্যক্তি ধরা পড়ে ভিডিয়োয়। যদিও তখনই খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
এই দু’-তিনটি ভিডিয়ো নিয়ে আরও এক বার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকেরা স্পষ্টই বর্ষীয়ান গায়কের দিকে আঙুল তুলছেন। ইতিমধ্যেই উদিতের বন্ধু অভিজিৎ তাঁকে ‘খেলোয়াড়’ তকমা দিয়ে ফেলেছেন। যদিও আর এক বাঙালি গায়ক কবীর সুমন খানিকটা আক্ষেপ করেছে এমন সৌভাগ্য তাঁর হয় না বলে।