রাজশাহী মহানগরীতে ছিনতাইকৃত অটোরিকশা-সহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশা-সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ শিমুল (২৪), সে রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা গ্রামের মোঃ শামসুল হকের ছেলে, মোঃ আকতার হোসেন (৩৫), সে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মোঃ আঃ সাত্তারের ছেলে ও মোঃ সিহাব (২৬), সে একই থানার শ্যামপুর থান্দারপাড়ার মৃত পলান আলীর ছেলে।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মোঃ সোহাগ বাবু একজন অটোরিকশা চালক। সে গত মাসের ৩১ জানুয়ারি সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে ৩জন যাত্রী নিয়ে আশরাফের মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। পরে আশরাফের মোড়ের কাছে পৌঁছালে তার রিকসার ৩জন যাত্রী তাকে থামিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে ৪ জন মিলে চালক সোহাগকে কিল-ঘুষি মেরে অটোরিকশা-সহ তার কাছে থাকা ১৫শত টাকা ও ১টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সোহাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিমুল ও আকতারকে গ্রেপ্তার করেন কাটাখালী থানার এসআই আঃ রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স । এসময় আসামিদের কাছ থেকে সোহাগের ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী শিহাব-সহ অপর আসামিদের নাম প্রকাশ করে জানায় তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।
এদিকে শিহাব একটি মামলার ওয়ারেন্টমূলে কাটখালী থানায় পূর্বে থেকেই আটক ছিল।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আসামি শিমুলের বিরুদ্ধে পবা থানায় ১টি এবং সিহাবের বিরুদ্ধে কাটাখালী থানায় ৩ টি মামলা রয়েছে।