জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী তুলে ধরা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মাঠে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, মডেল প্রেসক্লাব সভাপতি শাহ আলম সেলিম প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ১৬টি স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এছাড়া মেলা প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।