সিলেটের কিংবদন্তী আলেম, লাখো আলেমের উস্তায, আরব আমিরাতের সাবেক বিচারপতি, শাইখুল হাদীস, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা হবিুবর রহমান মুহাদ্দিস ছাহেব রহ, এর ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ৭ ফেব্রুয়ারি শুক্রবার ২০২৫ সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠ থানাবাজার জকিগঞ্জ, সিলেটে অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহনুমায়ে শারীয়াত ও তারীকত, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।
মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন। তাঁদের বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোকপাত করা হবে।
এই মাহফিল একদিকে ইসলামী শিক্ষার প্রচার এবং অন্যদিকে শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) এর স্মৃতিচারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর দেখানো পথ ও শিক্ষা এখনো লক্ষ লক্ষ মানুষকে আলোকিত করে চলেছে। মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার সুযোগ পাবেন।