০৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৮:০২:০৬ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৫
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।