০৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৯:১২:৫১ অপরাহ্ন


বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১৭
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১৭ বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১৭


বগুড়া সদরের বানদীঘি ওহেদ আলী হত্যা মামলার আসামি মো. মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। এ মামলায় ১৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবন পাওয়া মাসুম বগুড়া সদরের বানদীঘি গ্রামের আবদুল জলিলের ছেলে। একই গ্রামের ওহেদ গত ২০১৬ সালের ২৯ এপ্রিল বিকাল ৫টায় শহরের বিআরটিসি মার্কেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি বাড়ির কাছে চাতালের মোড়ে পৌঁছালে পূর্ব শত্রু তার জেরে আসামিরা আটকে ধরে। এ সময় ওহেদ আলীর চিৎকারে স্ত্রী মর্জিনা বেগম ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। তখন মাসুম ধারালো অস্ত্র দিয়ে ওহেদকে আঘাত করেন। এছাড়া অন্যদের মারধর করা হয়। গুরুতর আহত ওহেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান তিনি। 

এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত আট বছর পর এ রায় ঘোষণা করেন।