চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লাকী বেগম (২৫) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত লাকী বেগম ওই এলাকার মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। এ ঘটনায় আটক মোস্তফা মিয়া (৩৫) কুমিল্লার তিতাস থানার জগৎপুর গ্রামের চরু মিয়ার ছেলে।
নিহত লাকীর স্বজনরা জানান, লাকী বেগম প্রায় ৮ বছর আগে গার্মেন্টেসে কাজের জন্য চট্টগ্রাম চলে যান। সেখানে ট্রাকচালক মোস্তফা মিয়ার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়। কয়েক বছর পর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এরপর লাকী বেগমের কুমিল্লার গৌরীপুরে আবার বিয়ে হয়। কিন্তু কয়েক মাস আগে সেই বিয়ে ভেঙ্গে গেলে প্রায় এক মাস আগে সারপাড় গ্রামের মামুন প্রধানের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন লাকী বেগম। আজ সকালে মোস্তফা মিয়া সেখানে গেলে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তফা লাকী বেগমকে ছুরি দিয়ে মুখ ও গলায় আঘাত করেন। এ সময় লাকী বেগম চিৎকার দিয়ে ঘর থেকে বের হলে বাড়ির লোকজন আহত অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে লাকি বেগমের স্বামী দাবি করা মোস্তফাকে আহত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাকি বেগমের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।