২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৮:২৭:২৯ অপরাহ্ন


আমার জীবনের বাস্তবতা সামনে মৃত্যু - বিপুল চন্দ্র রায়
বিপুল চন্দ্র রায়
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
আমার জীবনের বাস্তবতা সামনে মৃত্যু - বিপুল চন্দ্র রায় আমার জীবনের বাস্তবতা সামনে মৃত্যু - বিপুল চন্দ্র রায়


আমার জীবনের বাস্তবতা সামনে মৃত্যু

- বিপুল চন্দ্র রায়

কত ঘটনা জীবনে ঘটে রটে

তবুও বাঁচতে ইচ্ছা করে।

না মরে বেঁচে আছি ,

জীবন্ত লাশ হয়ে।

একদিকে ঋণের বোঝা

অন্যদিকে পাওনাদার

এদের যাতনায় আত্মগোপনে

হয়েছি আমি যাযাবর।

যদি আত্মহত্যা মহাপাপ না হত

এতদিনে মৃত্যুকে করতাম বরণ।

কে আমাকে ভালোবাসবে?

কে আমাকে জীবনসাথী করে

রাখবে জীবনে চলার পথে?

ঘর ছাড়া মানুষ আমি

সংসার করবো কীভাবে?

আমি আজ বড্ড একা,

আমি নিঃসঙ্গ নক্ষত্র!