২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৮:১৪:১২ অপরাহ্ন


মোহনপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন
রতন কুমার প্রামানিক, মোহনপুর:
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
মোহনপুরে তারুণ্যের উৎসব-২০২৫  উদ্বোধন মোহনপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন


রাজশাহীর মোহনপুর উপজেলায় "এসো দেশ বদলাই,পৃথিবী বদলায়" এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব-২০২৫  উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১১ই জানুয়ারি সকাল ১১,০০ টার সময় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়।

মোট ছয়টি ইভেন্টে খেলা ফুটবল (অনুর্ধ্ব ১৭), ভলিবল (অনুর্ধ্ব ১৯), ক্রিকেট T-১০(অনুর্ধ্ব ১৯) ব্যাডমিন্টন (অনুর্ধ্ব ১৯), দাড়িয়াবান্ধা আঞ্চলিক খেলা (অনুর্ধ্ব ১৭), দড়িখেলা (বালিকা অনুর্ধ্ব ১৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণী কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ, নুরে আলম সিদ্দিকী মুকুল সহ কমিটির সদস্যবৃন্দ।