২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৫৭:৪৮ অপরাহ্ন


পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামি-সহ গ্রেফতার ৫
মেহেদী দাম (পুঠিয়া প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামি-সহ গ্রেফতার ৫ পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামি-সহ গ্রেফতার ৫


রাজশাহীর পুঠিয়ায় মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি-সহ অন্যান্য মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ৫ জনকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নির্দেশে উপ-পরিদর্শক সাইয়ুম পারভেজ নিনাদ, উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারি উপ-পরিদর্শক রবিউল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক এম. এম. ইমতিয়াজ এবং সহকারি উপ-পরিদর্শক জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। শুক্রবার বিজ্ঞ আদালতে আসামিদের সোপর্দ করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: মাদক মামলায় ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত (২০০০) জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম ককারাদণ্ড) আসামি কান্দ্রা গ্রামের মৃত. ইউনুস মোল্লাহ্’র ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্টভুক্ত আসামি রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, একই এলাকার মৃত. সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দি এলাকার মৃত. লোকমান আলীর ছেলে কাউসার ও পুঠিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আসামি ধোপাপাড়া এলাকার মৃত. আব্দুর রশিদের ছেলে মিলন আলী। 

বিষয়টি নিশ্চিত করে ওসি কবির হোসেন জানান, পুঠিয়া থানায় প্রাপ্ত ওয়ারেন্ট তামিলের অংশ হিসাবে বিজ্ঞ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি-সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত উল্লিখিত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।