২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৪৫:২৫ অপরাহ্ন


মোহনপুরে পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের কমিটির সভাপতি মোস্তাফিজুর,সম্পাদক- রিপন
রতন কুমার প্রামানিক, মোহনপুর:
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
মোহনপুরে পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের কমিটির সভাপতি মোস্তাফিজুর,সম্পাদক- রিপন মোহনপুরে পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশনের কমিটির সভাপতি মোস্তাফিজুর,সম্পাদক- রিপন


"কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ" এই প্রতিপাদ্যে রাজশাহী জেলার মোহনপুর  উপজেলায় কর্মরত বিভিন্ন কীটনাশক কোম্পানির  অফিসারদের  নিয়ে 'মোহনপুর পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন' গঠন করা হয়েছে। 

 পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শেষে কমিটিতে মোঃ মোস্তাফিজুর রহমান  (জেনারেল এগ্রো  কেমিক্যাল  লিমিটেড) এরিয়া ম্যানেজার কে সভাপতি ও মোঃ রিপন আলী (জান্নাত এগ্রো )  এরিয়া সেলস্ ম্যানেজার কে সাধারন সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি নাঈম ইসলাম (সেমকো কোঃ লিঃ) মার্কেটিং অফিসার , যুগ্ন- সাধারন সম্পাদক জুয়েল রানা (অরণ্য ক্রপ কেয়ার )  মার্কেটিং অফিসার, সাংগঠনিক সম্পাদক,  মোঃ সাত্তার আলী (সী ট্রেডস) মার্কেটিং অফিসার, কোষাধক্ষ, মোঃ রাজু আহম্মেদ  (লারসেন কেমিক্যাল ইন্ডাঃ) মার্কেটিং অফিসার, 

 প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন (সিংড লিং) এগ্রো) মার্কেটিং অফিসার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন (রুপ ক্রপ  কেয়ার) সেলস্ অফিসার, ক্রিয়া সম্পাদক মোঃ মাইনুল ইসালাম, ( র‍্যাভেন এগ্রো কেমিক্যাল) মার্কেটিং অফিসার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান ( রুপ ক্রপ কেয়ার)  মার্কেটিং অফিসার।

 নির্বাহী সদস্য হিসাবে আল শাহারিয়া ইউনিয়ন এ্যাগ্রো লিঃ ,নাঈম ইসলাম সী ট্রেডর্স,বুলবুল (স্মার্ট  এগ্রো),হারুন অর-রশিদ (মিমপ্লেক্স কেমিক্যাল লিঃ), শফিকুল ইসলাম (হোসেন এন্টারপ্রাইজ লিঃ),মেহবুবুল হাসান রাজন (স্ট্যান্ডার ক্রপ কেয়ার), মাসুদ রানা(পারফেক্ট এগ্রো কেয়ার),শাহাজামাল (র‍্যাভেন এগ্রো),জালাল উদ্দিন(এএইচবি এগ্রো), কাউসার আলী (হেকেম বাংলাদেশ লিঃ), মেহেদী হাসান ( অটো ক্রপ কেয়ার)কেয়ার), জাকারিয়া  (ম্যাকডোনাল বাংলাদেশ লিমিটেড), সেলিম রেজা ( সেমকো কোঃ), মহেদ হাসান (বেলজিয়াম এগ্রো  লিমিটেড),আল- আমিন (বিপি ইন্টারন্যাশনাল),রাইসুল ইসলাম (ইউজিনিয়াস ক্রপ সাইন্স),  লিটন আলী (সেমকো কোঃ),রাসেল রানা ( মামুন এগ্রো),  এবাদে ৩ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলো, আকতারুজ্জামান বাবু  (গোল্ডেন এগ্রো কেমিক্যালস লিমিটেড নাভা গ্রুপ ), সিনিয়ার মার্কেটিং অফিসার,  ইয়াহিয়া খান  (গোল্ডেন ক্রপ  কেয়ার ), এরিয়া ম্যানেজার। মোঃ পিয়ারুল ইসলাম ( ফেইথ ক্রপ কেয়ার)  এরিয়া ম্যানেজার।

কমিটি গঠন নিয়ে সভাপতি বলেন, 'সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই ধরণের কমিটি রয়েছে। তারই ধারাবাহিকতায় এই উপজেলায় কর্মরত সকল অফিসারদের  একই প্লাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই এই সংগঠন করা'। আমরা আশাবাদী এই সংগঠনের মাধ্যমে উপজেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে'। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।