রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য-সহ ৩জন, ওয়ারেন্টভুক্ত ৩জন এবং অন্যান্য অপরাধে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
এ আগে গত বৃহস্পতিবার নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে, মোঃ আশরাফুল ইসলাম আশরাফ (৫০),সে মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মৃত হিমাজ উদ্দিনের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ আরিফ (৩৫) পবা থানার পুঁঠিয়াপাড়া এলাকার একরামের ছেলে ও আ’লীগ কর্মী ও চাঁদাবাজ মোঃ মাজহারুল ইসলাম চপল (৩২), সে রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।