রাজশাহী’র পুঠিয়া’য় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মাইপাড়া বাজার— নারদ নদ সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ স্থল থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-রাজশাহী মহাসড়ক হ’য়ে বিড়ালদহ মাজার প্রদক্ষিণ ক’রে সমাবেশ স্থলে ফিরে এলে— নিলয় বাদশা, রাজু আহমেদ সিজার, আশিকুর রহমান আশিক, আব্দুল্লাহ আল মামুন, সৌমিক হাসান ও শাফি আব্দুল্লাহ্’র যৌথ সঞ্চালনায়; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এস. এম. আব্দুল্লাহ্।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল— কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদ্য সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্যার এ. এফ. রহমান হল শাখার সাবেক সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জুলফিকার রহমান ভুট্টো।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন লাবীব, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সুমন, রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদিন আরাফাত, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন জামিল, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান সাগর, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ মনিরুল তালুকদার, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী মুন্না, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির চঞ্চল, পুঠিয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হালিম মুন্না, পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হক রুবেল, পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. গোলাম কিবরিয়া, পুঠিয়া পৌর ছাত্রদলের সদস্য মোঃ সুলতান খাঁন ইমন, পুঠিয়া পৌর ছাত্রদলের সদস্য মোঃ মনিরুল ইসলাম, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক আসলাম, পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব মন্ডল, পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শওকত হাসান শানু, পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুবনেতা তাবারক হোসেন, রিপন মোল্লাহ, সোহানুর রহমান সঞ্জু, ফারুক হাসান, জাহিদ নয়ন, সুইট প্রমুখ।
সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পটভূমি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের করণীয় এবং আমাদের জাতীয় জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর অবদান ও রাষ্ট্রচিন্তা নিয়ে আলোকপাত করেন।
বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপর্সন জনাব তারেক রহমান এঁর ৩১ দফা জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনের বিভিন্ন চিত্র তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শেষে সভাপতি সাহেবের নির্দেশক্রমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।