পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক আব্দুল হালিমকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের কলেজ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ মিয়া,আইসিটি বিভাগের প্রধান মো. মিজানুর রহমান,রসায়ন বিভাগের অধ্যাপক সরকার আহসানুল হাবিব, কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ হোসেন,সদস্য সচিব মিনহাজ উদ্দিন ডাবলু সরকার প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কলেজ শিক্ষক হালিমকে হত্যার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা রড দিয়ে ওই শিক্ষকের মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় স্থানীয় প্রশাসন দুই জনকে আটক করলেও বাকিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা মামলা তুলে নিতে আহত শিক্ষকের স্ত্রী- সন্তানকে প্রকাশ্যে হুমকি দিচ্ছি।
বক্তরা,আগামী ২৪ ঘন্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় উপজেলার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন।