আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার বাসিন্দা স্বর্গীয় রাধা রানী গুপ্তা এর ১২ তম মৃত্যুবার্ষিকী।
তিনি ফুলবাড়ী প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ এর দাদি (ঠাকুমা) ।
স্বর্গীয় রাধা রাণী গুপ্তা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় ফুলবাড়ী পৌরশহরের চকচকাস্থ নিজ বাড়ীতে সকালে শ্রীশ্রী ভগবত গীতা পাঠ এবং সন্ধ্যায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরে হরিকীর্তনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, স্বগীয় রাধা রানী গুপ্তা দৈনিক ইত্তেফাক পত্রিকার দিনাজপুরের ফুলবাড়ী সংবাদদাতা এবং ফুলবাড়ী প্রেসক্লাব এর সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু এর মাতা ছিলেন।
উল্লেখ্য, রাধা রানী গুপ্তা ২০১২ সালের ১২ ডিসেম্বর ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে পরলোক গমন করেন।