১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৫:৫৬ পূর্বাহ্ন


রাজশাহীর মোহনপুরে পরিবেশ দূষণে হুমকির মুখে এলাকাবাসী
মোহনপুর প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
রাজশাহীর মোহনপুরে পরিবেশ দূষণে হুমকির মুখে এলাকাবাসী রাজশাহীর মোহনপুরে পরিবেশ দূষণে হুমকির মুখে এলাকাবাসী


রাজশাহীর মোহনপুর উপজেলার পার্শে টিএন্ডটির অফিসের সামনে ময়লা আর্বজনায় এলাকায় পরিবেশ দূষণে হুমকির মুখে এলাকাবাসী।

ময়লা আবর্জনা যে রকম পরিবেশ দূষণ করে,তেমনি বিভিন্ন ধরনের রোগের কারনও বটে।আর ঐ ময়লা আর্বজনা গুলোর স্থান হলো ডাস্টবিন।ঠিক তেমনি সমাজে আমাদের সাথে এমন কিছু মানুষ থাকে যারা কিনা ঐ ডাস্টবিনের ময়লা আবর্জনার মতো আমাদের জীবনে ক্ষতি ছাড়া কোনো উপকারে আসে না।অতএব জীবনকে দূষিত করতে না চাইলে এসব ময়লা আবর্জনা যেখানে সেখানে ময়লা না ফেলায় শ্রেয়। 

জীবনকে সুন্দর করতে চাইলে পরিবেশ রক্ষা করা অতীব জরুরি।তারই ধারাবাহিকতায় রাজশাহীর মোহনপুর উপজেলা সংলগ্ন টিএন্ডটির স্ট্যান্ড এর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাথেই মাস্টার পাড়া।এই পাড়ার ময়েজ উদ্দিনের ছেলে ফজলুল হক এর বাসা ও টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে ময়লা আবর্জনা লক্ষ্য করা গেছে,যাহা কিছু পরিবার তাদের সকল রকম ময়লা আর্বজনা এই স্হানে ফেলে আসছে,যাহা পরিবেশ ও এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।এখান থেকে অত্র এলাকায় পচা দূর্গন্ধ ছড়ায়,যা এলাকার মানুষের স্বাভাবিক চলার পথে অন্তরায় হয়ে পড়েছে। 

দেখা গেছে, এই মাস্টার পাড়াতে প্রায় শত পরিবারের বাস,যেখানে ছোট ছোট শিশুরা পচা দূর্গন্ধে এলাকায় খেলাধূলা করতে বের হতে পারে না। ময়লা আবর্জনার কারনে সৃষ্ট বায়ু দূষণের ফলে অনেকেই বিভিন্ন রোগে ভুগছে।এই ময়লা আবর্জনা গুলো নিদিষ্ট কোন জায়গাতে ফেলা হলে এলাকার সকল মানুষজন পরিবেশ দূষন থেকে রক্ষা পাবে। 

ইতিপূর্বে ঐ এলাকার ফজলুল হক মানুষের ক্ষতির কথা চিন্তা করে সকলকে অবগত করেও কেউ কোন কর্ণপাত করে নাই,পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবেশ দূষণ রোধের জন্য।তাই এই মূহুর্তে  এলাকার পরিবেশ দূষন রক্ষার্থে জরুরি ভাবে রাজশাহী জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের নিকট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন ফজলুল হক সহ এলাকাবাসী।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যেহেতু এটা একটি গ্রাম এলাকা,সিটি কর্পোরেশন অথবা পৌরসভা নয়।তাই পরিবেশ দূষণ রক্ষার্থে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।