প্রেক্ষাগৃহে 'পুষ্পা ২' ছবির মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন, তা ভারতীয় বক্সঅফিসে রেকর্ড। ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। অল্লু অর্জুন অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে। তবে কত আয় হল এই ছবির? সেদিকে নজর রাখা যাক।
‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে। ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’-এর আয় ৮০ কোটি টাকা। গত পাঁচ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৬৬০ কোটি টাকা। হিন্দি ভার্সনে যার আয় ২৯৯ কোটি। এখনও পর্যন্ত আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ পাঁচ দিনে বিশ্বব্যাপী ৯০০ কোটি আয় করেছে।
সূত্রের খবর, সিক্যুয়ালটি যে লাভ করবে তার ৪০ শতাংশ আল্লু অর্জুন রাখবেন। অভিনেতা পুষ্প ২-এর জন্য সাইনিং ফি নিচ্ছেন না। তবে, তিনি পুষ্পা: দ্য রাইজ-এর মতোই লাভ-শেয়ারিং রেভিনিউ মডেল বেছে নিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা। ‘পুষ্পা ২’ ছবিতেও আল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। কিন্তু নায়কের সঙ্গে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়িকার। ফিল্মপাড়ার গুঞ্জন, রশ্মিকার চেয়ে ৩০ গুণ বেশি আয় করেছেন আল্লু।
এদিকে ছবি ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, তখন এরই মধ্যে এক দুর্ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছিল ছবির নায়ক আল্লু অর্জুনকে। হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছরের এক মহিলার। অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকার সাহায্য করবেন বলে জানিয়েছেন আল্লু। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সুপারস্টার। সেখানেই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন। ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাসও দিয়েছেন।