বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ অভিযোগ তুলে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। এর মধ্যে গেল সোমবার হঠাৎ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছেঁড়ার ঘটনাও ঘটেছে। এতে দু’দেশের মধ্যে এক ধরণের উত্তেজনা তৈরি হয়েছে। এসব ইস্যুতে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের গীতিকার ও সংগীতশিল্পী কবীর সুমন।
শনিবার এক ফেসবুক পোস্টে ওপার বাংলার কিংবদন্তি এই সংগীতশিল্পী লিখেছেন, ‘আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি মানুষ হতে চাই। মুসলমানরা আমার ও আমার পরিবারের উপরে অত্যাচার করেনি জেঠু। আমার প্রনাম নিবেন। কথাগুলি একটু আগে আমায় লিখে জানিয়েছেন, আমার স্নেহভাজন এক নবীন বাংলাদেশি বন্ধু।’
কবীর সুমন আরও লিখেছেন, ‘তার নাম আমি প্রকাশ করছি না। মাঝেমাঝে তিনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে যান। তার পরিচয় জানলে আমার দেশে তার কপালে কী জুটবে কে জানে।’
বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার হচ্ছে জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘ভারত থেকে যারা বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যা কথা প্রচার করে চলেছে, তারা জেনে রাখুক মিথ্যা প্রচারে শেষ পর্যন্ত কোনো কাজই হয় না। পশ্চিমবঙ্গের সন্দেশখালি এবং আরজি কর নিয়ে অকথ্য অনর্গল মিথ্যা প্রচার যেমন প্রচারকদের কোনো সুবিধেই ডেকে আনেনি।’
শেষ কবীর সুমন লেখার ইতি টেনেছেন এভাবে, ‘জয় ভালবাসা! কবীর।’