২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:২৭:৩৫ অপরাহ্ন


শেষ হলো রাজশাহীর প্রথম নারীদের নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন
প্রেস বিজ্ঞপ্তি:
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৪
শেষ হলো রাজশাহীর প্রথম নারীদের নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন শেষ হলো রাজশাহীর প্রথম নারীদের নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন


শেষ হয়েছে রাজশাহীর প্রথম নারীদের নিয়ে ফটোগ্রাফি এক্সিবিশন বলে জানিয়েছেন আয়োজকরা। নগরীর ভদ্রায় ফোরসাইট স্কুল প্রাঙ্গনে দুই দিনের এই প্রদর্শনী শেষ শনিবারে। প্রদর্শনীটির আয়োজক নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস। যেখানে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রীই নারী এবং প্রদর্শনীতে আসা প্রত্যেক দর্শকও নারী।

প্রায় শতাধিক ছবি থেকে নির্বাচিত অর্ধশতাধিক ছবিই এই এক্সিবিশনে প্রদর্শন করা হয়েছে। তবে এক্সিবিশনে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে সর্বোচ্চ ৩ জন হবেন সেরা আলোকচিত্রী এবং পাবেন সেরা আলোকচিত্রী এওয়ার্ড। এছাড়াও সর্বোচ্চ ৫ জন হবেন মনোনীত সেরা আলোকচিত্রী।

প্রদর্শনীতে আলোকচিত্রের বিচারক হিসেবে আছেন খ্যাতিমান নারী আলোকচিত্রী নওরিন আনসারি। যিনি তার মনোরম সাদা-কালো ছবির জন্য দেশজুড়ে সুনাম অর্জন করেছেন। এছাড়াও দেশের দশজন নারী আলোকচিত্রী উপস্থিত ছিলেন।

নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস এর প্রতিষ্ঠাতা ও সিইও রওশন আরা তাবাসসুম জানান, দেশের নারীদের ছবি তোলায় আগ্রহী করার উদ্দেশ্য থেকেই এই বিশেষ আয়োজন। নারী আলোকচিত্রীদের ছবি দিয়েই প্রদর্শনীটি সাজানো হয়েছে। তাঁরা কেউই পেশাদার আলোকচিত্রী নন।