২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:০৫:২৫ পূর্বাহ্ন


প্রথম জয়ের খোঁজে চেন্নাই, প্রতিপক্ষ বেঙ্গালুরু
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২২
প্রথম জয়ের খোঁজে চেন্নাই, প্রতিপক্ষ বেঙ্গালুরু প্রথম জয়ের খোঁজে চেন্নাই, প্রতিপক্ষ বেঙ্গালুরু


আইপিএলে ২২তম ম্যাচে মঙ্গলবার (১২ এপ্রিল) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবারের আসরে দুই দলের অবস্থান দুই মেরুতে। চার ম্যাচ খেলে চারটিতেই হেরে চেন্নাই আছে টেবিলের তলানিতে। অন্যদিকে, প্রথম ম্যাচে বিশাল স্কোর গড়ে হারলেও পরের তিন ম্যাচেই জয় নিয়ে টেবিলের তিনে আছে  ডু প্লেসির বেঙ্গালুরু।

চেন্নাইয়ের ভাগ্যবদলের আশায় গত ম্যাচে তারা একাদশে নেয় লঙ্কান বিস্ময় স্পিনার মাহিশ থিকসানাকে। কিন্তু তিনি বলার মতো কিছুই করতে পারেননি। আজ চেন্নাই একাদশে দেখা যেতে পারে রাজবর্ধন হাঙ্গারজিকারকে।

এদিকে বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি যদিও প্রত্যাশা মেটাতে পারেননি শেষ তিন ম্যাচে। তবে মিডল অর্ডারে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা থাকায় সে অভাব পূরণ হয়ে যাচ্ছে।

এদিকে বোনের মৃত্যুর কারণে আইপিএলের মাঝপথে সরে গেছেন বেঙ্গালুরু পেসার হর্ষল প্যাটেল। তার বদলে আজ একাদশে জায়গা পেতে পারেন অসি পেসার জশ হ্যাজেলউড।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

রবিন উথাপ্পা, রিতুরাজ গাঁইকদ, মঈন আলি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারজিকার।

বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ

ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ডেভিড উইলি/জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিদ্ধার্থ কাউল, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ।

রাজশাহীর সময় / এম আর