১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:২৮:৪১ অপরাহ্ন


ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২২
ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে ফাইল ফটো


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও ট্রেনের টিকেট কেনা যাবে।  এছাড়া ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিল যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ও ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মের ট্রেনের টিকেট। তবে রোজা ৩০টি হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের টিকেট।

স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারের মধ্যে একটি কাউন্টার  নারীদের জন্য সংরক্ষিত থাকবে। আর অনলাইনে টিকেট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।

রাজশাহীর সময়/এএইচ