২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:১৯:১৯ পূর্বাহ্ন


ময়মনসিংহে ঝড়ে এক ব্যক্তির মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২২
ময়মনসিংহে ঝড়ে এক ব্যক্তির মৃত্যু ময়মনসিংহে ঝড়ে এক ব্যক্তির মৃত্যু


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মধ্যরাতের ঝড়ে এক মসজিদসহ দেড় শতাধিক বসতঘরের চাল উড়ে গেছে। উপড়ে গেছে ছোট-বড় দুই শতাধিক গাছ। ঝড়ে গাছ উপড়ে পড়ে স্বাধীন মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুও হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দিনগত রাত ২টার দিকের ঝড়ে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতে কাঠমিস্ত্রি ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার সোহাগী ইউনিয়নের দরুন বড়ভাগ গ্রামের মৃত স্বাধীন মিয়া নিজের মুরগির ফার্মে ছিলেন। হঠাৎ ঝড়ে মুরগির ফার্মের ওপর বিশাল একটি গাছ পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া ওই গ্রামে ঝড়ের কবলে দুটি গরুও মারা গেছে।

তিনি আরও বলেন, রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি চরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘরের মধ্যে দুটি ঘরের বারান্দার চাল উড়ে গেছে।

শফিকুল ইসলাম বলেন, ঈশ্বরগঞ্জের সদর ইউনিয়ন, বড়হিত, উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ তিনটি ইউনিয়নে দেড় শতাধিক বসতঘরের চাল উড়ে গেছে। উপড়ে গেছে দুই শতাধিক ছোট বড় গাছ। এছাড়া বিদ্যুতের খুঁটি ভাঙাসহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ