২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:২৭:১৪ পূর্বাহ্ন


রক্ত বন্ধন ফাউন্ডেশন পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ওষুধ ও কম্বল বিতরণ
ইব্রাহিম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৪
রক্ত বন্ধন ফাউন্ডেশন পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ওষুধ ও কম্বল বিতরণ রক্ত বন্ধন ফাউন্ডেশন পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ওষুধ ও কম্বল বিতরণ


শেরপুরে রক্ত বন্ধন ফাউন্ডেশন পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ওষুধ ও কম্বল বিতরণ করা হয়েছে।

বন্যা পরবর্তী সময়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে রক্ত বন্ধন ফাউন্ডেশন গতকাল উপস্থিত ছিল শেরপুর জেলার নালিতাবাড়ী ইউনিয়নের ২টি গ্রামে। সেখানে থাকা প্রায় ৩০০ পরিবারের ১০০০ মানুষের জন্য ওষুধ, স্যানিটারি প্যাড এবং কিছু পরিমাণ কম্বল নিয়ে দুই গ্রামে উপস্থিত ছিল রক্ত বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ। বন্যা পরবর্তী সময় চুলকানি বা এলার্জিতে আক্রান্ত অধিকাংশ মানুষ। পাশাপাশি শিশুদের জ্বর ও ঠান্ডা জনিত সমস্যার বিষয়ে অবগত হয়ে তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ডায়রিয়া, বমি, কাশি এবং নারীদের স্বাস্থ সুরক্ষার কথা বিবেচনা করে ঔষধের পাশাপাশি স্যানিটারি প্যাড বিতরণ করে সংগঠনটি।

এসবের পাশাপাশি আসন্ন শীতের কথা মাথায় রেখে উক্ত দুই গ্রামের বৃদ্ধ, গরীব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কম্বল প্রদান করা হয়।

ইভেন্ট পরিচালনার সময় উপস্থিত ছিল রক্ত বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুমেল রহমান এবং এডমিন নুর মোহাম্মদ আমির হামজা শেরপুরের হিমেল, জিতু, সাব্বির হোসেনসহ   কয়েকজন স্বেচ্ছাসেবী।

ইভেন্টে রক্ত বন্ধন পরিবারের সহযোগিতায় ছিল আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশন।