২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৫২:৫৪ পূর্বাহ্ন


গোদাগাড়ীতে ফুটবলের ভেতর ২কোটি ১০ লাখ টাকার হেরোইন !
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২৪
গোদাগাড়ীতে ফুটবলের ভেতর ২কোটি ১০ লাখ টাকার হেরোইন ! গোদাগাড়ীতে ফুটবলের ভেতর ২কোটি ১০ লাখ টাকার হেরোইন !


রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় পরিত্যক্ত অবস্থায় ফুটবলের ভিতরে ২কেজি ১০০গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাত পৌনে ৯টায় গোদাগাড়ী থানাধীন মোংলা গ্রাম থেকে এই হেরোইন উদ্ধার করা করে র‌্যাব সিপিসি-১, চাপাঁইনবাবগঞ্জের একটি দল। 

রবিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে মাদকের সম্ভাব্য রুট গুলিতে নজরদারী বৃদ্ধি করে র‌্যাব। পরে মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে দেখা যায়, ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ২কোটি ১০লাখ টাকা। পরে উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করে র‌্যাব।