২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:৪৮:০৪ পূর্বাহ্ন


মোহনপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা
রতন কুমার প্রামানিক, (মোহনপুর প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২৪
মোহনপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা মোহনপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের চেষ্টা


রাজশাহীর মোহনপুর উপজেলার করিশা গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, গতকাল শনিবার সকালে সন্ত্রাসী কায়দায় জমিতে থাকা পানবরজ ৬০/৭০ জনের একটি সংঘবদ্ধ দল ভাংচুর করে দখলের চেষ্টা করে।

সরেজমিনে জানা গেছে, করিশা গ্রামের মৃত সুবিদ মোল্লার ছেলে আ: হামিদ মোল্লা (৮৩) মালিকানাধীন জমির ১৬ শতক তার দুই মেয়ে ফিরোজা বিবি ও মাজেদা বিবিকে হেবা দলিল করে দেন। দলিলে শর্ত ছিলো বাবার মৃত্যুর পরে মেয়েরা জমিটি দখল করতে পারবে। কিন্তু মেয়েরা বাবার শর্ত না মেনে বাবা বেঁচে থাকতেই জমির দখল নিতে চাই। এরপরে বাবা শর্ত ভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালত জমিটিতে ১৪৪ ধারা জারি করেন। এরইমধ্যে এক মেয়ে মারা গেছেন। 

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমিটি মেয়েরা অন্যত্র বিক্রির চেষ্টা করেন। দেশের পট পরিবর্তনের পর যাদের কাছে বিক্রি করা হয়েছে সে পক্ষের কতিপয় সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে জমির উপরে থাকা পানবরজ ভাংচুর করে নষ্ট করে দেয়। এঘটনায় দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এবিষয়ে আঃ হামিদের ছেলে রাব্বানী বলেন, আমার বাবা জমি দুই বোনকে দান সূত্রে হেবা দলিল করে দেন। আমার এক বোন মারা গেলে আরেক বোন ও তার সন্তানেরা জমিটি শর্ত ভঙ্গ করে বিক্রি করে দেয়। এরপর যারা কিনেছেন তারা ১৪৪ ধারা ভঙ্গ করে জোর পূর্বক জমির দখলের চেষ্টা করেন। সন্ত্রাসীরা আমার বৃদ্ধ বাবাকে মারধর করেছে।