২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:২৬:৫০ পূর্বাহ্ন


রেস্তরাঁ উদ্বোধনে সবান্ধবী হৃতিক
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২২
রেস্তরাঁ উদ্বোধনে সবান্ধবী হৃতিক রেস্তরাঁ উদ্বোধনে সবান্ধবী হৃতিক


নব্বইয়ের দশকে হৃতিক রোশনের বিয়ে নিয়ে যেমন চর্চা হয়েছিল তেমনই আচমকা হৃতিক-সুজানের বিচ্ছেদ হয়ে উঠেছিল আলোচনার বিষয়৷

হৃতিকের সঙ্গে ২০০০ সালে বিয়ে হয় সুজান খানের৷ তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে৷ ২০১৪ সালে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন হৃতিক-সুজান। 

বৈবাহিক সম্পর্ক না থাকলেও সন্তানদের সুস্থ সুন্দর জীবন উপহার দিতে হৃতিক-সুজান বিবাহবিচ্ছেদের পরেও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রেখেছেন৷

করোনা আবহে যখন সকলেই গৃহবন্দি, সেই সময় সুজান তাঁর দুই ছেলেকে কাছে রাখতে হৃতিকের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ বাবা-মা হিসেবে নিজেদের দায়িত্ব পালন করেছিলেন বন্ধুত্বপূর্ণ ভাবে৷

বিচ্ছেদ মানেই যে তিক্ততা নয়, অহেতুক পরস্পরকে দোষারোপ না করেও সুন্দর সম্পর্ক রাখা যায় তা দেখিয়েছেন হৃতিক-সুজান৷ 

সুজানের জীবনের প্রতিটি সাফল্যে হৃতিক প্রকাশ্যেই অভিনন্দন জানিয়েছেন৷

তবে এ বার হৃতিক-সুজানকে নিয়ে চর্চা হওয়ার আরও একটি কারণ আছে৷ তাঁদের বন্ধুত্বের নতুন সমীকরণ।

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান অন্দরসজ্জা পরিকল্পক। বলিউডের বহু খ্যাতনামীর গৃহসজ্জা, রেস্তরাঁ সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন সুজান৷  

সম্প্রতি অভিনেতা আর্সলান গনির সঙ্গে সুজানের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে৷ সুজানের ইনস্টাগ্রামে রয়েছে যুগলের একাধিক ছবি৷ ছবিগুলি থেকে সুজান-আর্সলান ঘনিষ্ঠ সম্পর্কের ছবিটি সুস্পষ্ট৷

কিছু দিন আগে গোয়ায় সুজান একটি নতুন রেস্তরাঁর উদ্বোধন করেন৷ বিলাসবহুল এই রেস্তরাঁর উদ্বোধন উপলক্ষে বন্ধুবান্ধবদের সঙ্গে একটি বড়সড় উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করেন সুজান৷

এই আনন্দ উদ্‌যাপনে সুজান তাঁর প্রাক্তন স্বামী হৃতিক রোশনকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ সুজানের আমন্ত্রণে সাড়া দিয়ে হৃতিক উপস্থিত হয়েছিলেন সুজানের রেস্তরাঁতে।

হৃতিক সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর বর্তমান বান্ধবী সাবা আজাদকে। সাবা আজাদ অভিনেত্রী, নাট্য নির্দেশক এবং সঙ্গীতশিল্পী৷

ইতিমধ্যেই হৃতিক-সাবা, সুজান-আর্সলানদের আনন্দঘন মুহূর্তের বিভিন্ন ছবি নেটমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে৷

সুজান তাঁর নতুন রেস্তরাঁর একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন৷

গোয়ার সমুদ্রতটের শান্ত সুন্দর পরিবেশে সুজানের রেস্তরাঁ। অন্দরসজ্জায় রয়েছে শৈল্পিক ছোঁয়া৷

প্রতিটি কোণ অত্যন্ত সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন সুজান৷ পাটের দড়ির সঙ্গে মাটির নানা শিল্পকর্ম দিয়ে সাজিয়েছেন তিনি৷

সমস্ত অন্দরসজ্জায় রয়েছে হস্তশিল্পের নিদর্শন। সাদা দেওয়ালে আঁকা সবুজ সতেজ পাতা। কোথাও বা রয়েছে উলে বোনা নানারকম নকশা।

কাঠের তৈরি বিভিন্ন শিল্পকর্ম পাটের দড়িতে সাজিয়ে রেস্তরাঁর অন্দরসজ্জায় সুজান শিল্প এবং প্রকৃতিকে যেন এক সূত্রে বেঁধে ফেলেছেন৷

ইনস্টাগ্রামে নতুন রেস্তরাঁর ভিডিয়ো শেয়ার করে সুজান লিখেছেন, ‘এই সব কিছু সোনার থেকেও মূল্যবান। আমাদের হৃদয়ের সবটুকু উজাড় করে দিলাম।’

ভিডিয়োটি ইনস্টাগ্রামে দেওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছাবার্তা উপচে পড়েছে৷ সোনালি বেন্দ্রে, কণিকা কপূর এর মতো খ্যাতনামীরা উল্লাস প্রকাশ করেছেন হাত বাড়ানোর চিহ্ন দিয়ে।

অনেকেই সুজানের অন্দরসজ্জার পরিকল্পনার প্রশংসা করে লিখেছেন রেস্তরাঁটি দুর্দান্ত দেখতে। সুজানকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা।

নতুন এই উদ্যোগকে সফল করার জন্য ক্রমাগত উৎসাহ দিয়েছেন সুজানের আত্মীয়, বন্ধুরা৷ সুজান তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷

তাঁদের মধ্যে রয়েছেন আর্সলান গনি, সাবা আজাদ, জায়েদ খান,অভিষেক কপূর এবং অবশ্যই হৃতিক রোশন৷

সুজান আরও লিখেছেন, ‘এটা আমার মনের সবথেকে কাছের এবং সুন্দর জায়গা। আমার সঙ্গে সর্বদা থাকার জন্য ধন্যবাদ। আমি তোমাদের সকলকে ভালবাসি।’

এর পর পুনশ্চ দিয়ে সুজান লিখেছেন, ‘চলো জীবনকে যতটা সম্ভব সুন্দর করে তুলি।’

রাজশাহীর সময় / এম আর