২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:৪৪:৪৪ পূর্বাহ্ন


সরকারকে সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে হবে: দুলু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৪
সরকারকে সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে হবে: দুলু


বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। শেখ হাসিনা গত ১৫ বছরে তার নিয়োগ দেওয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনও দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। বাজার, পোশাক শিল্প ও বিদ্যুৎসহ সব খাতে শেখ হাসিনা তার লোকজন দিয়ে অরাজকতা করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের যে অপচেষ্টা করছে তা শক্ত হাতে রুখে দিতে হবে। সরকারকে সব বিষয়ে নমনীয় আচরণ করলে আওয়ামী লীগের দোসরেরা তাদের অপচেষ্টা অব্যাহত রাখবেই।

শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হলেই বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাবে। 

নলডাঙ্গা উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল সালাম রান্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর শহর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।