রাজশাহী মহানগরীতে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকা হতে ওয়ান ২টি শুটারগান, ৩টি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, ৩টি লোহার হাসুয়া ও ২টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথ্য নিশ্চি করেছে র্যাব-৫।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এবং সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় ওয়ান শুটারগান ও বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপরোক্ত ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
উপরোক্ত আলামত সমূহ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।