৪০ তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৬২ জন পুলিশ ক্যাডার (এএসপি) প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর (রোববার) যোগদান করবেন। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া দাওয়াত প্রত্যাক্ষ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।
পুলিশ বাহিনীর সংস্কার না হওয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাডার বানানোর অভিযোগসহ শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো সরকারি দাওয়াতে অংশগ্রহণ করবেন না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন এই সমন্বয়ক।
ফেসবুক পোস্ট তিনি উল্লেখ করেন, "দাওয়াতটা স্বজ্ঞানে প্রত্যাখ্যান করছি কারণ (এক) এই ৬২ জন এএসপি হাসিনার আমলে নির্বাচিত হইছে। আর কত চুলচেরা বিশ্লেষণ করে বিসিএস (পুলিশ)-এ নিয়োগ হতো তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যক্তি আমার জায়গা থেকে তাই উক্ত প্রোগ্রামে অংশ নেওয়ার পক্ষপাতী নই। তাদের ব্যাপারে তদন্ত হয়েছে কিনা!
(দুই) পুলিশ বাহিনী এখনো কোনো সংস্কার হয়নি। অপরাধীরা এখনো ধরা পড়েনি। তাই আমি শহীদের রক্তের সাথে বেইমানী করে আওয়ামী ফ্যাসিস্টদের বৈধতা দিতে পারিনা।
দাওয়ার কার্ডটা নিয়ে আপনাদের কাছে দেখানোর উদ্দেশ্য ছিলো মামলার নাম ঠিকানায় দাওয়াত পাঠাইছে এটা দেখানো। আমি নিতান্তই একজন নগন্য মানুষ কিন্তু আমার এথিক্স স্পষ্ট , আমার শহীদ ভাই আলী রায়হান, সাকিব আঞ্জুমসহ সকলের বিচার না হওয়া পর্যন্ত আমি সরকারি কোনো দাওয়াত গ্রহণ করবো না"।