আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উপলক্ষে রাজশাহী নগরীর রাণীবাজারের একটি রেস্তোঁরায় ফ্রিল্যান্সারদের এক দিনব্যাপী মিটআপ অনুষ্ঠিত হয়েছে। এই মিটআপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার তরুণ ও এক্সপার্ট ফ্রিল্যান্সাররা অংশগ্রহণ করেছেন।
এ সময় মিটআপে ফ্রিল্যান্সিং-এর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি শিক্ষণীয় পরিবেশ তৈরি করেছেন। কোলাবরেশন গেমের মাধ্যমে টিম বিল্ড আপ, প্রবলেম সলভিং, কমিউনিকেশন,অনেক গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে ধারণা পেয়েছে এবং ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করলে ফ্রিল্যান্সাররা আরো ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রানা খান,ইমরান হোসেন সজিব, মাহাবুব আরা নীলা,আব্দুর রহমান।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আল মামুন, মুরশালিন হোসেন,মো: সুমন আলী কামরুল হাসান কাজল,খালিদ হাসান শুভ,রাসনাত মাহমুদ। উপস্থাপনায় নাঈম আজাদ।