২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০২:৪০:৪৬ পূর্বাহ্ন


মোহনপুরে হেরিং বোন বোন্ড এইচবিবি করন কাজের লটারী
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২২
মোহনপুরে হেরিং বোন বোন্ড এইচবিবি করন কাজের লটারী মোহনপুরে হেরিং বোন বোন্ড এইচবিবি করন কাজের লটারী


মোহনপুর উপজেলার ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পিইও) অফিসের আওতায় গ্রামীণ মাটির রাস্তা সমূহ টিকসই করনের লক্ষ্যে প্রাক্কলিত মূল্য ৬২,১৩,৩০০/- টাকা, ১০৫০ মিটার হেরিং বোন বোন্ড এইচবিবি করন দ্বিতীয় পর্যায় র্শীষক প্রকল্পের কাজের ৫৮ জন দর দাতা(ঠিকাদার) দরপত্র দাখিল করেন। 

রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টার সময় যাচাই বাছাই শেষে ৫৭ জন বৈধ ঠিকাদারের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে লটারীর মাধ্যমে ০৩  ক্রমিক নম্বর ঘুটির মাধ্যমে কনামনি ট্রেডার্স,রাজপাড়া,রাজশাহী বিজয়ী হন। 

এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুল হক,উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান,ইউডিএফ কর্মকর্তা মফিজুল ইসলাম মুন্না,অফিস সহকারী সানাউল্লাহ,কার্যসহকারী শামীম রেজা,শহিদুল ইসলাম সহ ঠিকাদার বৃন্দু উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এএইচ