২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৩:২০ অপরাহ্ন


ফুটবল ম্যাচ দেখতে এসে মৃত্যু ৮! আহত অনেক
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
ফুটবল ম্যাচ দেখতে এসে মৃত্যু ৮! আহত অনেক ফাইল ফটো


ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আফ্রিকা কাপ অফ নেশনসে কোমোরসের বিরুদ্ধে শেষ ষোলোর ম্য়াচ ছিল হোম ফেভারিট ক্যামেরুনের। সেই ম্যাচের সময়ই ইয়াউন্ডে ওলেম্বে স্টেডিয়ামের বাইরে দর্শকদের হুড়োহুড়ি পড়ে যায়। হইচই, চিত্‍কার-চেঁচামেচিতে সকলেই এদিক-সেদিক ছুটতে শুরু করেন।

আর তাতেই পড়ে যান অনেকে। ক্যামেরুন সরকারের তরফে জানানো হয়েছে, এই ঘটনাতেই পদপৃষ্ট হয়ে প্রাণ হারান অন্তত ৮ জন।

আহত হন কমপক্ষে ৩৮ জন।দ্য কনফেডারেশন অফ আমেরিকান ফুটবল বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তারা এই ঘটনার তদন্ত করে দেখছে। ক্যামেরুন সরকার ও স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সিএএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক রিপোর্ট বলছে যে, মৃতদের মধ্যে দু'জন মহিলা এবং চার জন পুরুষ রয়েছেন, যাঁদের বয়স তিরিশের কাছাকাছি। রয়েছে এক শিশুও। একজনের দেহ পরিবার এসে নিয়ে গিয়েছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক আসন রয়েছে। তবে কোভিড আবহে ৮০ শতাংশের বেশি মানুষের খেলা দেখার অনুমতি ছিল না। ৫০ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন বলেই রিপোর্ট বিবিসি-র। এই ঘটনার পরেও ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজক ক্যামেরুন ২-১ গোলে ১০ জনের কমোরোসকে হারিয়ে শেষ আটে উঠেছে।

আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। তাই গ্যালারিতে দর্শকদের উপস্থিতির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। বিনামূল্যে ম্যাচের টিকিটও বিতরণ করা হয়। সেই সঙ্গে ম্যাচের সময় খোলা রাখা হয়েছিল স্টেডিয়ামের মূল গেট। এদিকে, গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ফিফা। টুইটারে বিজ্ঞপ্তি প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

রাজশাহীর সময় /এএইচ