২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১০:৪৮:৪৪ পূর্বাহ্ন


করোনায় মৃত্যুশূন্য টানা পাঁচ দিন, নতুন শনাক্ত ২৮
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
করোনায় মৃত্যুশূন্য টানা পাঁচ দিন, নতুন শনাক্ত ২৮ করোনায় মৃত্যুশূন্য টানা পাঁচ দিন, নতুন শনাক্ত ২৮


অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। আগের দিন রোগী শনাক্ত হয়েছিলেন ৪৮ জন; আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। আর সুস্থ হয়েছেন ৯৬ দশমিক ৭২ শতাংশ।