২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৪৫:৫৬ অপরাহ্ন


চলনবিলের ঐতিহ্যবাহী তিশি খালীর মেলা আগামী শুক্র ও শনিবার
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
চলনবিলের ঐতিহ্যবাহী তিশি খালীর মেলা আগামী শুক্র ও শনিবার চলনবিলের ঐতিহ্যবাহী তিশি খালীর মেলা আগামী শুক্র ও শনিবার


চলনবিলের ঐতিহ্যবাহী তিশি খালীর মেলা আগামী কাল শুক্রবার (৮ এপ্রিল) ও শনিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

প্রতি বছর চৈত্র চন্দ্রিমার ৬ ও ৭ তারিখে দুই দিন ব্যাপী নাটোরের সিংড়া উপজেলা সদর হতে ৮ কিঃ মিঃ পুর্বে চলনবিল অধ্যুষিত তিশি খালীর পীর ঘাসী দেওয়ান (রহঃ) মাজার চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে গত ২ বছর ঐতিহ্যবাহী এ মেলা বন্ধ ছিল। প্রায় দেড় শত বছর ধরে এ মেলাকে কেন্দ্র করে উৎসব পালন করে আসছেন ডাহিয়া, হিজলী, সাতপুকুরিয়া সহ প্রায় ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।

শুক্রবার রাত থেকে মেলা শুরু হলেও মুল মেলা হবে শনিবার দিনব্যাপী। মেলাকে ঘিরে প্রতিবছর মেলার রাতে অনুষ্ঠিত হয় গানের আসর। ভিন্ন ভিন্ন এ সব গানের আসর থেকে গানের সুর মুখরিত করে মেলা প্রান্তর।

এ মেলার বড় আকর্ষন মাজারের চালে হাস,মুরগী কবুতর নিক্ষেপ করা। মাজার ভক্তদের নিক্ষেপ করা এ সব হাস মুরগী ও কবুতর ধরতে অনেক দর্শনার্থীরা মরিয়া হয়ে উঠেন।

তবে ঐতিহ্যবাহী এ মেলার জৌলুস দিন দিন কমে যাচ্ছে।

রাজশাহীর সময়/এএইচ