২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:০০:১১ অপরাহ্ন


ইভ্যালির গ্রাহকের মামলায় তাহসানকে আগাম জামিন
Rajshahir Somoy Desk
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২২
ইভ্যালির গ্রাহকের মামলায় তাহসানকে আগাম জামিন তাহসান রহমান খান, ফাইল ফটো


তামান্না হাবিব নিশু: অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় গায়ক তাহসান রহমান খানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তাকে আগাম জামিন দেয়।

ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে বুধবার হাইকোর্টে আবেদন করেন তাহসান।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলার অপর ২ আসামি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট।

ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ স্যাম রহমান নামে এক গ্রাহক গত ৪ ডিসেম্বর মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়। এ মামলায় ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।