২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৪:০৮ অপরাহ্ন


বগুড়ায় মাদকদ্রব্য Buprenorphine injection IP (Physidan)সহ ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
বগুড়ায় মাদকদ্রব্য Buprenorphine injection IP (Physidan)সহ ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় মাদকদ্রব্য Buprenorphine injection IP (Physidan)সহ ব্যবসায়ী গ্রেফতার


বগুড়ায় ৯৫০ পিচ মাদকদ্রব্য Buprenorphine injection IP (Physidan)সহ মোঃ ইসমাইল হোসেন ওরফে প্রিন্স (৩৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।          

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত পোনে ১২টার দিকে শেরপুর থানাধীন ধনকুন্ডী সাকিনস্থ নাবিল-তাজ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মুরাড়ীপুর কবিরাজ পাড়া গ্রামের মোঃ হাকিমের ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরফে প্রিন্স।  

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। 

র‌্যাব জানায়, এই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর  ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ