২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৪৬:২২ অপরাহ্ন


বগুড়ায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নির্মান শ্রমিকের মৃত্যু
বগুড়া:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
বগুড়ায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নির্মান শ্রমিকের মৃত্যু বগুড়ায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নির্মান শ্রমিকের মৃত্যু


বগুড়ার শেরপুরে দুইটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে যাত্রী ইয়াছিন আলী (৪৫) নামের এক গৃহ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আব্দুল রশিদসহ চারজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দারুগ্রাম এলাকায় শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের মৃত ইউছুব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইয়াছিন গৃহ নির্মাণ কাজের উদ্দেশে নন্দীগ্রাম থেকে অটোরিকশা করে শেরপুরে যাচ্ছিলেন। পথে দারুগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয় এবং অটোরিকশার একজন চালকসহ চারজন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইয়াছিনের মরদেহ তার স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর সময় / এম আর