২৮ জুন ২০২৪, শুক্রবার, ০৬:৩৪:৪৫ পূর্বাহ্ন


মহানগরীর চন্দ্রিমায় সাজাপ্রাপ্ত আসামি মিঠুন গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২৪
মহানগরীর চন্দ্রিমায় সাজাপ্রাপ্ত আসামি মিঠুন গ্রেপ্তার মহানগরীর চন্দ্রিমায় সাজাপ্রাপ্ত আসামি মিঠুন গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ জুন) রাতে  চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকা থেবেক তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ মিঠুন, সে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার আবু মিয়ার ছেলে। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, আসামি মিঠুনের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মহানগরীর চন্দ্রিমা থানায় মুলতবি ছিল। আসামি মিঠুনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। শুক্রবার ২১ জুন রাতে চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে  চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে এএসআই মোঃ সাইদুর রহমান ও  সঙ্গীয় ফোর্স । 

শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।