২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৬:২৮:০০ অপরাহ্ন


পবায় সাজাপ্রাপ্ত আসামি মো: নাসির উদ্দিন গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২৪
পবায় সাজাপ্রাপ্ত আসামি মো: নাসির উদ্দিন গ্রেপ্তার পবায় সাজাপ্রাপ্ত আসামি মো: নাসির উদ্দিন গ্রেপ্তার


রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। 

বুধবার (১৯ জুন) রাত ১২টায় পবা থানার দাদপুর স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: নাসির উদ্দিন রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর চকপাড়া গ্রামের আব্দুস সামাদ মাস্টারের ছেলে। 

বৃহস্পতিবার (২০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় আসামি নাসির উদ্দিন পবা থানার দাদপুর স্কুলের সামনে অবস্থান করছে। এমন সংবাদের বিত্তিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর সঙ্গীয় ফোর্স দিবাগত রাত ১ টায় সেখানে অভিযান চারিয়ে আসামি নাসির উদ্দিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি নাসির উদ্দিনের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল।