২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৫৩:৩০ অপরাহ্ন


বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২২
বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা


বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সভাপতি জামাত খান।

উপস্থিত ছিলেন বাপার জেলার সাধারণ সম্পাদক হেমায়েতুল ইসলাম, সহসভাপতি এনামুল হক, শ.ম সাজু, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) এসএম রায়হানুজ্জামান, একাউন্টস অফিসার তরিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত করিম, সহকারী প্রকৌশলী আব্দুর রশীদ, বিপুল কুমার ভৌমিক, উপসহকারী প্রকৌশলী সুকেশ কুমার, নারীনেত্রী সেলিনা বেগম, যুবনেতা কেএম জুবায়েদ, গোলাম নবী রনি, ছাত্রনেতা জাহিদ হাসান প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে জেলা প্রশাসক আবদুল জলিলসহ অন্য অতিথিরা অংশগ্রহণ করেন।

রাজশাহীর সময়/এএইচ