২৬ জুন ২০২৪, বুধবার, ০৮:০৯:০৯ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৪
রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। 

রোববার (১৬ জুন) মতিহার থানার বুধপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাহ আলম(২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড় এলাকার আব্দুল হকের ছেলে।

রোববার (১৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, শনিবার (১৫ জুন)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় আসামি শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর সঙ্গীয় ফোর্স দিবাগত রাত সাড়ে ৩টায় সেখানে অভিযান চালিয়ে শাহ আলম তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।