২৬ জুন ২০২৪, বুধবার, ০৭:৫১:৫৮ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: সুরুজ আলী গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৪
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: সুরুজ আলী গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: সুরুজ আলী গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: সুরুজ আলী (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ জুন) রাত ১১টায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুরুজ আলী (২৭) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাঝারদিয়ার এলাকার মো: কামরুল ইসলামের ছেলে।

রোববার (১৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিঠুন সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স শনিবার রাত ১১টায় সেখানে অভিযান চালিয়ে সুরুজ আলীকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।