২৬ জুন ২০২৪, বুধবার, ০৮:২৬:০১ পূর্বাহ্ন


মতিহারে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৪
মতিহারে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার মতিহারে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার


রাজশাহী মহানগরীর মতিহার থানা হতে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫। 

রোববার (১৬ জুন) সকাল ৭টায় নগরীর মতিহার থানাধীন চর সাতবাড়িয়া গ্রামের মিজানের মোড় অবদার ঘাটে নদীর পাড়ে ফাঁকা জায়গা ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগর মতিহার থানাধীন চর সাতবাড়িয়া গ্রামের মিজানের মোড় অবদার ঘাটে নদীর পাড়ে ফাঁকা জায়গায় ১টি হুলুদ রংঙের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে রোববার সকাল ৭টায় ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে পৌছে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে।

উদ্ধার মাদকদ্রব্য ফেন্সিডিল রাজশাহী মহানগরীর মতিহার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।