২৩ জুন ২০২৪, রবিবার, ০৮:৩৫:৫৮ পূর্বাহ্ন


নগরীতে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৪
নগরীতে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু নগরীতে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু


রাজশাহী নগরীতে বিষাক্ত সাপের কামড়ে সানা উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সোয়া ৭টায় নগরীর কাটাখালি থানার খড়খড়ি কুখুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানা উল্লাহ, কাটাখালি থানার কুখুন্ডি এলাকার মৃত আলহাজ্ব আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সানা উল্লাহ কাটাখালি থানার কুখুন্ডি কলেজের কেয়ার টেকার হিসেবে কর্মরত ছিলেন। 

শনিবার সকালে কাজের জন্য নিজ সবজি ক্ষেতে যান। এ সময় রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুপুর আড়াইটার সময় নিহতের লাশ তার পরিবারের নিকট হস্থান্তর করা হয়।

এ ব্যপারে জানতে চাইলে কাটাখালি থানার সেকেন্ড অফিসার এসআই টিএম সেলিম রেজা জানান, সাপের কামড়ে সানা উল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রুজু হয়েছে। শনিবার দুপুরে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।