২৩ জুন ২০২৪, রবিবার, ০৯:১০:৫৪ পূর্বাহ্ন


বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৪
বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত


রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় রাজশাহীতে সোনাদীঘির কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানের সামনের রাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর পরিবেশবাদী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, ভঙ্গী নৃত্য শিল্পালয় ও বারসিক যৌথভাবে নাগরিক সমাজের ব্যানারে এ শোক সভার আয়োজন করে।

যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন’র সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমূখ।

শোক সভায় পরিবেশবাদীরা রাজশাহীতে বৃক্ষ হত্যা বন্ধ করার দাবি জানান এবং হুশিয়ারি দেন যে যদি রাজশাহীতে আর কোন বৃক্ষ হত্যা করা হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।