২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:০০:২১ অপরাহ্ন


সাপাহারে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২২
সাপাহারে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাপাহারে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


 নওগাঁর সাপাহারে 'দিনব্যাপী' স্বাদু পানির ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুক্তা চাষ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। প্রশিক্ষণে উপজেলা জবই বিল এলাকার ২০ জন নারী-পুরুষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, মুক্তা পৃথিবী খ্যাত একটি মূল্যবান রত্ন এবং আভিজাত্যের প্রতীক যা শুধুমাত্র জীবিত ঝিনুকের দেহে পাওয়া যায়। বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর অলংকার তৈরি করা ছাড়াও মুক্তার আরো অনেক ব্যবহার রয়েছে। মুক্তা চূর্ণ বিভিন্ন ঔষধের কাঁচামাল হিসেবে এবং প্রসাধন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া শৌখিন দ্রব্যাদি তৈরিসহ আরো অনেক কাজে মুক্তার ব্যবহার রয়েছে।

বাংলাদেশের উষ্ণ আবহাওয়া ঝিনুক চাষ ও মুক্তা উৎপাদনের জন্য অনুকূল হওয়ায় সহজেই মাছের সাথে একত্রে মুক্তা চাষ করা। প্রশিক্ষণে মনোযোগী হওয়া এবং মুক্তা চাষে সকলের সফলতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরদার,উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই)সাম মোহাম্মদ প্রমুখ।

রাজশাহীর সময় / এম আর