২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:২৫:১৯ অপরাহ্ন


মহানগরীর মতিহারে ছিনতাইকারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৪
মহানগরীর মতিহারে ছিনতাইকারী গ্রেফতার মহানগরীর মতিহারে ছিনতাইকারী গ্রেফতার


রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভ‚মি হরিজন পল্লী এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে স্বাধীন আলী (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, ঘড়ি ও নগদ অর্থ উদ্ধার হয়। 

রবিবার (৯ জুন) ৯ জুন দিনগত রাত আড়াই টায় আসামি স্বাধীনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামি মোঃ স্বাধীন আলী (২২), সে রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ শফিকুল ইসলাম শফিকের ছেলে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, রবিবার (৯ জুন) বিকালে মহানগরীর মতিহার থানার আগলা উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোঃ শুভ (১৯)। সে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাজশাহী শহর ঘুরতে বের হন। এদিন সন্ধ্যা সাড়ে ৫টায়  রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভ‚মি এলাকায় পায়ে হেটেঁ যাচ্ছিলেন। পথে ৩-৪ জন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ টাকা কেড়ে নেয়। ওই ঘটনায় মতিহার থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

মামলা রুজুর পর রবিবার দিনগত দিনগত রাত আড়াই টায় মতিহার থানার মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি স্বাধীনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ সাহাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এসময় আসামি স্বাধীনের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।